০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউব এর নতুন ফিচার

ডিপিডি ডেক্সঃ
  • আপডেট সময়ঃ ০৬:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • / ২১ বার পড়া হয়েছে।

ডিপিডি ডেক্সঃ
মুড ভালো থাকুক, কিংবা খারাপ সঙ্গী এখন ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে যখন খুশি গান শুনতে পারেন কিংবা সিনেমা দেখতে পারেন। এমনকি পড়ালেখার প্রয়োজনীয় টিউটোরিয়াল থেকে কীভাবে লাউ-বেগুনের গাছে ভালো ফলন আসবে সেই পরামর্শও পাবেন। ইউটিউব থেকে শুধু পরামর্শ নয়, মাসে লাখ লাখ টাকাও আয় করতে পারবেন। অনেক ইউটিউবার আছেন যারা প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এজন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে এজন্য নানান সুবিধাও যুক্ত করে তারা। এবার যারা ছোট অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করলো ইউটিউব। এই ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়র ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ব বাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে। যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে। এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। যারা ভিডিওটি হাইপ করবেন তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে। ফিচারটি ছোট নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি হাইপ করা ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে। ইউটিউব ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম। এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল এবং এখন এটি ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের ৩৯টি দেশে চালু করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ইউটিউব এর নতুন ফিচার

আপডেট সময়ঃ ০৬:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

ডিপিডি ডেক্সঃ
মুড ভালো থাকুক, কিংবা খারাপ সঙ্গী এখন ইউটিউব। জনপ্রিয় এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে যখন খুশি গান শুনতে পারেন কিংবা সিনেমা দেখতে পারেন। এমনকি পড়ালেখার প্রয়োজনীয় টিউটোরিয়াল থেকে কীভাবে লাউ-বেগুনের গাছে ভালো ফলন আসবে সেই পরামর্শও পাবেন। ইউটিউব থেকে শুধু পরামর্শ নয়, মাসে লাখ লাখ টাকাও আয় করতে পারবেন। অনেক ইউটিউবার আছেন যারা প্ল্যাটফর্ম থেকে মাসে হাজার হাজার ডলার আয় করছেন। এজন্য কনটেন্ট ক্রিয়েটরদের দিকে বাড়তি নজরও রাখে ইউটিউব। তাদের আয় যেন আরও বাড়তে পারে এজন্য নানান সুবিধাও যুক্ত করে তারা। এবার যারা ছোট অর্থাৎ নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের সুবিধার জন্য নতুন ফিচার যুক্ত করলো ইউটিউব। এই ফিচারের মাধ্যমে তাদের ভিডিওতে ফলোয়র ও ভিউ আরও বাড়বে। ইউটিউব বিশ্ব বাজারের জন্য তার হাইপ বৈশিষ্ট্যটি চালু করেছে। যা নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য খুবই কাজে আসবে। এই ফিচারের মাধ্যমে দর্শকরা প্রতি সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে সক্ষম হবেন। প্রতিটি হাইপের জন্য কিছু পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যা ভিডিওটিকে লিডারবোর্ডে স্থান তৈরি করতে সাহায্য করবে। যারা ভিডিওটি হাইপ করবেন তাদের হাইপ স্টার ব্যাজ দেওয়া হবে। ফিচারটি ছোট নির্মাতাদের লিডারবোর্ডে এগিয়ে যেতে সহায়তা করবে। হাইপ করা ব্যাজটি হাইপ করা ভিডিওগুলোতে দেখানো হবে। ব্যবহারকারীদের কাছে শুধু হাইপ করা ভিডিও দেখার জন্য একটি ফিল্টারও থাকবে। ইউটিউব ভিডিওর নিচে লাইক বোতামের কাছে একটি পৃথক বোতাম পাবেন, যেখানে ক্লিক করে ভিডিওটি হাইপ করতে পারবেন। এই বৈশিষ্ট্যটি শুধু সেই নির্মাতাদের জন্য কাজ করবে যাদের ফলোয়ার সংখ্যা ৫ লাখের কম। এটি প্রথম গত বছর মেড অন ইউটিউব ইভেন্টে চালু করা হয়েছিল এবং এখন এটি ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়া সহ বিশ্বের ৩৯টি দেশে চালু করা হয়েছে।