আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা

- আপডেট সময়ঃ ০৮:১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- / ১৩ বার পড়া হয়েছে।

ডিপিডি ডেক্স রিপোর্ট
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজয় শোভাযাত্রা।
(মঙ্গলবার) ৫ আগষ্ট বিকেলে দুর্গাপুর পৌরসভা, দুর্গাপুর থানা মোড়, উপজেলা মোড় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুর্গাপুর উপজেলা ও পৌরসভা শাখা
বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা পৃথক পৃথকভাবে বিজয় মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া চত্বরে সমবেত হয়।
বিজয় মিছিল শেষে দুর্গাপুর জিয়া চত্বরে বিভিন্ন পর্যায়ের নেতারা সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রেখে পথসভার সমাপনি করেন।
উক্ত পথসভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা, দুর্গাপুর পৌরসভা সকল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।