মান্দায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

- আপডেট সময়ঃ ১০:২৪:১৭ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।

মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ নূরুল্যাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সাফিউল ইসলাম রকির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাকিল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, ১৪নং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, মোঃ আরিফুল ইসলাম আরিফ সদস্য অত্র ফাউন্ডেশন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন মৃধা বলেন, আমরা চাই সমাজের প্রান্তিক ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে প্রকৃতিকে যুক্ত করতে। গাছের চারা বিতরণের মাধ্যমে তাদের পরিবেশবান্ধব চেতনা জাগ্রত হবে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।