০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপুরে জোবেদা ডিগ্রি কলেজের প্রাচীর ও গ্যারেজ নির্মাণ সম্পন্ন

প্রতিবেদক, রাজশাহীঃ
  • আপডেট সময়ঃ ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫
  • / ৭০ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, রাজশাহীঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে নিজস্ব অর্থায়নে নির্মিত পূর্ব ও দক্ষিণ পাশের প্রাচীর ও গ্যারেজের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৫ইং) তারিখ দুপুরে আনুষ্ঠানিকভাবে এ অবকাঠামোগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কলেজের সভাপতি সাবরিনা শারমিন।

ইউএনও সাবরিনা শারমিনের সক্রিয় সহযোগিতা ও কার্যকর তত্ত্বাবধানেই এই উন্নয়নমূলক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে এই ধরনের অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেরা এগিয়ে এসে এই কাজ বাস্তবায়ন করায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সবসময় এমন জনকল্যাণমুখী উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করে সেগুলোর লীজকৃত অর্থ দিয়েই বাউন্ডারি ও গ্যারেজ নির্মাণ করা হয়েছে। কলেজের সামনের অংশটিও বেদখল অবস্থায় ছিল, যেটি উচ্ছেদ করে বর্তমানে বাউন্ডারি নির্মাণ সম্ভব হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় অনেক জমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের একযোগে কাজ করতে হবে।”

এই পুরো প্রকল্পের বাস্তবায়নে নেতৃত্ব দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. বদরুজ্জামান। তিনি বলেন, “কলেজ পরিচালনা কমিটির সক্রিয় সমর্থন ও ইউএনও ম্যাডামের দিকনির্দেশনায় উন্নয়নকাজটি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়াই ছিল আমাদের মূল লক্ষ্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (ইউএনও) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবরিনা শারমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুর রহমান, প্রতিষ্ঠাতা আব্দুস ছামাদ, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক আবু দাউদ সরদার সহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

স্থানীয়ভাবে এমন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে কলেজ কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন। এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

দুর্গাপুরে জোবেদা ডিগ্রি কলেজের প্রাচীর ও গ্যারেজ নির্মাণ সম্পন্ন

আপডেট সময়ঃ ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

প্রতিবেদক, রাজশাহীঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলার হাটকানপাড়া জোবেদা ডিগ্রি কলেজে নিজস্ব অর্থায়নে নির্মিত পূর্ব ও দক্ষিণ পাশের প্রাচীর ও গ্যারেজের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার (২৮ জুলাই ২০২৫ইং) তারিখ দুপুরে আনুষ্ঠানিকভাবে এ অবকাঠামোগুলোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কলেজের সভাপতি সাবরিনা শারমিন।

ইউএনও সাবরিনা শারমিনের সক্রিয় সহযোগিতা ও কার্যকর তত্ত্বাবধানেই এই উন্নয়নমূলক প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়। তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ উন্নয়নে এই ধরনের অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেরা এগিয়ে এসে এই কাজ বাস্তবায়ন করায় কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমাদের প্রশাসনের পক্ষ থেকে সবসময় এমন জনকল্যাণমুখী উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বেদখলকৃত সম্পত্তি উদ্ধার করে সেগুলোর লীজকৃত অর্থ দিয়েই বাউন্ডারি ও গ্যারেজ নির্মাণ করা হয়েছে। কলেজের সামনের অংশটিও বেদখল অবস্থায় ছিল, যেটি উচ্ছেদ করে বর্তমানে বাউন্ডারি নির্মাণ সম্ভব হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় অনেক জমি পুনরুদ্ধার সম্ভব হয়েছে। এখন অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধিতে আমাদের একযোগে কাজ করতে হবে।”

এই পুরো প্রকল্পের বাস্তবায়নে নেতৃত্ব দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. বদরুজ্জামান। তিনি বলেন, “কলেজ পরিচালনা কমিটির সক্রিয় সমর্থন ও ইউএনও ম্যাডামের দিকনির্দেশনায় উন্নয়নকাজটি বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়াই ছিল আমাদের মূল লক্ষ্য।”

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (ইউএনও) ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবরিনা শারমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ আনিসুর রহমান, প্রতিষ্ঠাতা আব্দুস ছামাদ, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক ফজলুল বারী সোহরাব, বাবলু সরকার, আব্দুস সালাম, সহকারী অধ্যাপক আবু দাউদ সরদার সহ অন্যান্য শিক্ষক ও অতিথিবৃন্দ।

স্থানীয়ভাবে এমন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে কলেজ কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন। এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।