বাঘায় দুইটি বিদেশী পিস্তল ৪টি ম্যাগজিন ৮ রাউন্ড গুলি সহ এক যুবক গ্রেফতার

- আপডেট সময়ঃ ০২:৩৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘা উপজেলায় দুইটি পিস্তল ৪টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি সহ এক যুবককে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ। এমন ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতারকৃত যুবক কুষ্টিয়া জেলার
দৌলতপুর ডিগ্রীর চর এলাকার মামুন মন্ডলের পুত্র নয়ন (১৫)।
ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) বাঘা-কুষ্টিয়া মহাসড়কের চকছাতারী এলাকায়।
বাঘা থানা পুলিশ জানায়, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, ইন্সপেক্টর তদন্ত সুপ্রভাত মন্ডল, এসআই মোজাম্মেল হক ও এস আই মহিদুল ইসলামের নেতৃত্বে অফিসার্স ফোর্স নিয়ে চকছাতারী রাকিব খানের বাড়ির সামনে একটি চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল।
এসময় এক সন্দেহভাজন যুবকের মাংসের ব্যাগ তল্লাশি করে এসময় তার কাছ থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে ঘটনাস্থল থেকে কুষ্টিয়া জেলার দৌলতপুর ডিগ্রীর চর এলাকার মামুন মন্ডলের পুত্র নয়ন খান (১৫)কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ,ফ, ম আছাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন এক যুবকের দেহ তল্লাশির মাধ্যমে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।