০৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

তানোরে পরোকিয়ার মুল্য ৩ লাখ টাকা

রাজশাহী প্রতিনিধিঃ
  • আপডেট সময়ঃ ০৯:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১১৪ বার পড়া হয়েছে।

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে পরকীয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়ার পর তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী গৃহবধূ পাননি বলে আলোচনা রয়েছে।ঘটনাটি ঘটেছে গত ২৯ আগস্ট শুক্রবার দিবাগত রাতে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাপড়া মিরাপাড়া গ্রামের মৃত আনসার খাঁনের পুত্র রেজাউল ইসলাম (৩৮) দুই সন্তানের জনক। তার বিরুদ্ধে অভিযোগ, কালনা এলাকার জৈনক ব্যক্তির স্ত্রীর (২৭) দুই সন্তানের জননীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন দুই সন্তানের জনক রেজাউল। প্রত্যক্ষদর্শীরা জানান,

গত ২৯ আগষ্ট শুক্রবার রাতে রেজাউল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করলে গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে মধ্যরাতে স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে জনৈক রফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে নেতৃত্ব দেন কালনা গ্রামের আতাউর রহমান ও চাপড়া কৃষি কলেজের স্টাফ বাবু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুস্তম আলী ও সাইফুল ইসলামপ্রমুখ।সালিশে রেজাউল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

তবে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, আদায়কৃত জরিমানার পুরো টাকা ভুক্তভোগী নারী পাননি। সালিশে জড়িত কিছু প্রভাবশালী নিজেদের মধ্যে সিংহভাগ টাকা ভাগ করে নিয়েছেন বলে শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর এক স্বজন বলেন,তারা এবিষয়ে মানবাধিকার ও আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে একাধিকবার ফোন দিয়েও সালিশে উপস্থিত নেতৃবৃন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাইফুল ইসলাম মুঠো ফোনে টাকার বিষয়টি নিশ্চিত করে বলেন তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই টাকার বিষয়ে বাবু ভালো বলতে পারবেন আমি অত কিছু জানি না।কিন্তু ওই টাকা মনে হয় মেয়ে পাবে না সালিশ দাররাই ভাগ করে নিতে পারে । এদিকে ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় রেজাউল ইসলামকে বিয়ে করতে চান। কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সালিশি রায় চাপিয়ে দেয়া হয়েছে। এবিষয়ে জানতে চাইলে রেজাউল ইসলামের ভাই সাইফুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার ভাই রেজাউল ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে এনে অন্যায়ভাবে সালিশ করা হয়েছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আফজাল হোসেন, বলেন বিষয়টি আমি শুনেছি, তবে তারা নাকি স্থানীয়ভাবে মীমাংসা করে নিয়েছে।অভিযোগ প্রসঙ্গে বলেন এ বিষয়ে থানায় অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

তানোরে পরোকিয়ার মুল্য ৩ লাখ টাকা

আপডেট সময়ঃ ০৯:৪৬:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর তানোরে পরকীয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়ার পর তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী গৃহবধূ পাননি বলে আলোচনা রয়েছে।ঘটনাটি ঘটেছে গত ২৯ আগস্ট শুক্রবার দিবাগত রাতে উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) কালনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার চাপড়া মিরাপাড়া গ্রামের মৃত আনসার খাঁনের পুত্র রেজাউল ইসলাম (৩৮) দুই সন্তানের জনক। তার বিরুদ্ধে অভিযোগ, কালনা এলাকার জৈনক ব্যক্তির স্ত্রীর (২৭) দুই সন্তানের জননীর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন দুই সন্তানের জনক রেজাউল। প্রত্যক্ষদর্শীরা জানান,

গত ২৯ আগষ্ট শুক্রবার রাতে রেজাউল ইসলাম ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করলে গ্রামবাসী তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে মধ্যরাতে স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে জনৈক রফিকুল ইসলামের বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে নেতৃত্ব দেন কালনা গ্রামের আতাউর রহমান ও চাপড়া কৃষি কলেজের স্টাফ বাবু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা রুস্তম আলী ও সাইফুল ইসলামপ্রমুখ।সালিশে রেজাউল ইসলামকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

তবে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, আদায়কৃত জরিমানার পুরো টাকা ভুক্তভোগী নারী পাননি। সালিশে জড়িত কিছু প্রভাবশালী নিজেদের মধ্যে সিংহভাগ টাকা ভাগ করে নিয়েছেন বলে শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীর এক স্বজন বলেন,তারা এবিষয়ে মানবাধিকার ও আইনপ্রয়োগকারি সংস্থার হস্তক্ষেপ একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এবিষয়ে একাধিকবার ফোন দিয়েও সালিশে উপস্থিত নেতৃবৃন্দের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সাইফুল ইসলাম মুঠো ফোনে টাকার বিষয়টি নিশ্চিত করে বলেন তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তবে এই টাকার বিষয়ে বাবু ভালো বলতে পারবেন আমি অত কিছু জানি না।কিন্তু ওই টাকা মনে হয় মেয়ে পাবে না সালিশ দাররাই ভাগ করে নিতে পারে । এদিকে ভুক্তভোগী নারী জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় রেজাউল ইসলামকে বিয়ে করতে চান। কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক সালিশি রায় চাপিয়ে দেয়া হয়েছে। এবিষয়ে জানতে চাইলে রেজাউল ইসলামের ভাই সাইফুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন,তার ভাই রেজাউল ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে ধরে এনে অন্যায়ভাবে সালিশ করা হয়েছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আফজাল হোসেন, বলেন বিষয়টি আমি শুনেছি, তবে তারা নাকি স্থানীয়ভাবে মীমাংসা করে নিয়েছে।অভিযোগ প্রসঙ্গে বলেন এ বিষয়ে থানায় অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।