বাঘা বাজারে মোবাইল কোর্ট/অভিযান পরিচালনায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

- আপডেট সময়ঃ ০৫:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৫৬ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল বাঘা (রাজশাহী):
রাজশাহী বাঘা উপজেলার বাঘা পৌরসভায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়ন উপলক্ষে বাঘা বাজারে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার কর্তৃক মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা করে। মঙ্গলবার (২৮ আগষ্ট) সকাল ১০ টার দিকে বাঘা বাজারে অভিযান পরিচালনা করে ১৫০ পিচ নিষিদ্ধ কারেন্ট জাল এবং ১০ পিচ চায়না দুয়ারী জাল জব্দসহ ২ জন জাল বিক্রেতাকে আটক করা হয়। জব্দকৃত জালের বর্তমান বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাকিব হোসেন, পিতাঃ মোঃ আলী হোসেন, গ্রামঃ সাতারি, বাঘা, রাজশাহী। অপরজন মোঃ দুলাল হোসেন, পিতাঃ মোঃ আমজাদ হোসেন, গ্রামঃ বলিহার, থানাঃ বাঘা, জেলাঃ রাজশাহী। আটককৃত প্রত্যেককে ১০০০ টাকা করে দু’জনকে সর্বমোট ২০০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, তহুরা হক, উপজেলা মৎস কর্মকর্তা, ক্ষেত্র সহকারী মোঃ মনিরুজ্জামান এবং অফিস সহকারী মোহাম্মদ তাকদীর আহম্মেদ ।
উপজেলা মৎস কর্মকর্তা তহুরা হক বলেন, সারা বছর জুড়ে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই অভিযান। এ বিষয়ে আমাদের কঠোর অবস্থান রয়েছে। তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাদের বিরুদ্ধে তাৎক্ষনাত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।