আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে আলোচিত সাজিদ ট্র্যাজেডির উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখায় স্কেভেটর (ভেকু) চালকদের সম্মাননা দেয়া হয়েছে।
জানা গেছে,রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কোয়েলহাট পুর্বপাড়া গ্রামের মৃত তমির উদ্দিনের পুত্র হাজি কছির উদ্দিনের অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিং (গর্ত) থেকে মিশু সাজিদকে উদ্ধার কাজে বিরামহীন ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজে নিয়জিত ভেকু চালক ও পরিচালনাকারীদের সম্মানিত ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিস কার্যলয়ে আনুষ্ঠানিকভাবে তাদের সম্মানিত করা হয়।
এবিষয়ে স্কেভেটর (ভেকু) পরিচালক টিম প্রধান সাজ্জাদ হোসেন বলেন, আমিসহ আমাদের সকলকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করায় আমরা খুশি। পবর্তীতে কর্তৃপক্ষ আমাদেরকে সার্টিফিকেট দিবেন বলেও আমাদের জানানো হয়েছে।তিনি আরো বলেন, পরিশ্রম স্বীকৃতি পাওয়া পর মনটা ভালো নেই, খুশি হতাম যদি শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পারতাম।#
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT