প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ৫:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৪, ২:১৯ পি.এম
সাহস থাকলে দেশে এসে শেখ হাসিনাকে মামলা মোকাবিলার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সাহস থাকলে’ দেশে এসে মামলা মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে কথায় কথায় তার বিরোধীদের সাহস থাকলে দেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানাতেন।
এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।
রবিবার সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেন নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম কোর্টের জুডিসিয়াল কাউন্সিলের হাতে ফিরেছে।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
ব্রিফিংয়ে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল বলেন ,
শেখ হাসিনাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
এরপর দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।
এরপর গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের নামে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অনেক মামলা হয়েছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT