০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

সাপাহারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ডিপিডি প্রতিবেদকঃ
  • আপডেট সময়ঃ ০৪:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ০ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সাপাহার গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলিফ মাহমুদ, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প কর্মকর্তা মাঈদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা পরিষদসহ সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হয় এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নন প্রতিষ্ঠানে প্রতিমাসের প্রথম কর্মদিবসে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

সাপাহারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আপডেট সময়ঃ ০৪:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

ডিপিডি প্রতিবেদকঃ

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত সাপাহার গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আলিফ মাহমুদ, বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, প্রকল্প কর্মকর্তা মাঈদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় উপজেলা পরিষদসহ সদরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করা হয় এবং নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্নন প্রতিষ্ঠানে প্রতিমাসের প্রথম কর্মদিবসে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে।