মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:
দৈনিক ভোরের কাগজের শেরপুর প্রতিনিধি ও দৈনিক ইত্তেফাকের ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতা খোরশেদ আলমের ওপর বর্বরচিত সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। সিনিয়র সাংবাদিক খোরশেদ আলমের ছোট ভাই হুমায়ূন খাঁন প্রতিনিধি কে জানান, ওই সাংবাদিক ১৫ আগষ্ট রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে সমশচুড়া থেকে বাড়ি ফেরার পথে সন্ধাকুড়া বাজারে চা পানের সময় আগে থেকেই উৎপেতে থাকা মাদক পাচারকরী সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়।
হামলায় মারাত্মক আহত সাংবাদিক খোরশেদ আলম রাস্তায় পড়ে আছে এমন খবর পেয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ( ও সি ) সঙ্গীয় পুলিশসহ গিয়ে তাকে উদ্ধার করে এনে ঝিনাইগাতী হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়।
তিনি আরো জানান, গোমড়া এলাকার মাদক চোরাকাবারী চক্রটি আগে থেকেই তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ওই চক্রের বিরুদ্ধে খবর করায় নাকি চক্রটি তাকে মেরে ফেলতেই এধরনের বর্বরোচিত হামলা করতে পারে বলে তার পরিবার অনুমান করছেন।
তার ছোট ভাই হুমায়ূন খাঁন প্রতিনিধি কে আরো বলেন বর্তমানে সে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন তবে অবস্থা আশঙ্কাজনক। তিনি এই বর্বরোচিত সন্ত্রাসি হামলাকারিদের গ্রেফতার করে সু- বিচার নিশ্চিত করার জন্য বিনীতভাবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT