চারঘাট, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মো. নাজমুল হক আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার নায়েবে আমির মো. মইনুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা আমির মাস্টার আবুল কালাম আজাদ, বাঘা উপজেলা সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুন নুহু, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি মো. রুবেল আলীসহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে অধ্যক্ষ মো. নাজমুল হক বলেন, রাজশাহী-৬ আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করছি। তিনি ন্যায়ভিত্তিক, সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ অধ্যক্ষ মো. নাজমুল হকের মনোনয়ন ফরম সংগ্রহকে স্বাগত জানান এবং চারঘাট–বাঘা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT