০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নতুন শাখার উদ্বোধন

রাজশাহী প্রতিবেদক :
  • আপডেট সময়ঃ ০৮:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে।

রাজশাহী প্রতিবেদক :

বাংলাদেশের আস্থা ও নির্ভরযোগ্য জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের রাজশাহী মেট্রো-২১ শাখার কার্যক্রম উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজশাহীর সাহেববাজার ইকবাল টাওয়ারে নতুন এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আরও অধিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত জীবন বীমা সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান ও শেখ মোহাম্মদ ড্যানিয়াল। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেনারেল ইন্স্যুরেন্স উপদেষ্টা পি কে রায়, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম এবং সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল কুদ্দুস মজুমদার, মোঃ মাশুক মিয়া, ইনচার্জ ও ইউনিট ম্যানেজার মোঃ নূর-এ-আলম, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ রনি মোল্লা ও মোঃ ওবায়দুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নুরুল আমিন শামীম এবং সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সারওয়ার হোসেন।

বক্তব্যে কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান বলেন, “রাজশাহী মেট্রো শাখার উদ্বোধন সমাজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বীমা সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সময়োপযোগী ও আস্থাশীল সেবা প্রদান করা।”

এ সময় কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল বলেন, “নতুন এই শাখা আমাদের সেই লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এক দশকেরও বেশি সময় ধরে মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।”

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নতুন শাখার উদ্বোধন

আপডেট সময়ঃ ০৮:২৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

রাজশাহী প্রতিবেদক :

বাংলাদেশের আস্থা ও নির্ভরযোগ্য জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড তাদের রাজশাহী মেট্রো-২১ শাখার কার্যক্রম উদ্বোধন করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজশাহীর সাহেববাজার ইকবাল টাওয়ারে নতুন এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের আরও অধিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত জীবন বীমা সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান ও শেখ মোহাম্মদ ড্যানিয়াল। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, জেনারেল ইন্স্যুরেন্স উপদেষ্টা পি কে রায়, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ আজিম এবং সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ওবায়দুর রহমান মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আব্দুল কুদ্দুস মজুমদার, মোঃ মাশুক মিয়া, ইনচার্জ ও ইউনিট ম্যানেজার মোঃ নূর-এ-আলম, সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ রনি মোল্লা ও মোঃ ওবায়দুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নুরুল আমিন শামীম এবং সঞ্চালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সারওয়ার হোসেন।

বক্তব্যে কোম্পানির পরিচালক মোস্তফা কামরুস সোবহান বলেন, “রাজশাহী মেট্রো শাখার উদ্বোধন সমাজের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বীমা সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং সময়োপযোগী ও আস্থাশীল সেবা প্রদান করা।”

এ সময় কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়াল বলেন, “নতুন এই শাখা আমাদের সেই লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এক দশকেরও বেশি সময় ধরে মানুষের জীবনমান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে।”