সুলতান মাহমুদ,স্টাফ রিপোর্ট:
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতনের অভিযোগে খলিলুর রহমান নামক এক মাদকাসক্ত যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে শাস্তি দিয়েছেন এলাকাবাসী। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
আজ শনিবার (১৩ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের স্মার্ট গার্মেন্টস এলাকায় ওই ঘটনা ঘটে।
মাদকাসক্ত ওই যুবকের নাম খলিলুর রহমান (২৫)। তিনি ওই গ্রামের মো. নূরু উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়,' দীর্ঘদিন ধরেই মাদক সেবন করে আসছিল খলিলুর রহমান। বাড়ির ছোটখাটো জিনিসপত্র বিক্রি করে মাদক সেবন করতো সে। তাকে বাঁধা দিলেই গালিগালাজসহ যাকে তাকেই মারধর করতো। তার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ৯ মাসের শিশুপুত্রকে নিয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে। এলাকাবাসীও তার আচরণে বিরক্ত। মাদকের টাকার জন্য খলিলুর প্রায়ই তাঁর বৃদ্ধ মা-বাবাকে অত্যাচার করতো। মাঝেমধ্যেই টাকা না দিলে মারধর করতো। বিষয়টি আশপাশের লোকজনকে পীড়া দিচ্ছিল। আজকে সকালে তারা একত্রিত হয়ে মাটি খুঁড়ে খলিলকে কোমর সমান চাপা দেয়। পরে সতর্ক করে আবার উঠিয়ে দেওয়া হয়।মুনসুর আলী নামের একজন বলেন,'শনিবার সকালে মাদক কেনার টাকার জন্য মায়ের ওপর চাপ সৃষ্টি করে খলিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইট দিয়ে মায়ের পা থেঁতলে দেয় সে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাঁকে আটক করে ওই শাস্তি দেয়।খলিলুরের মা খোদেজা বেগম বলেন,' মাদকের টাকার জন্য ছেলে সব সময় আমাকে মারধর করে। আর কতো দিবো। আমি অতিষ্ঠ হয়ে গেছি। আজ সকালেও সে টাকা চাইছে। আমি দিবোনা বলতেই ইট দিয়ে আমার পা থেঁতলে দেয়। এখন হাঁটতে পারছি না। পরে আশপাশের লোকজনকে জানাইছি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ সাংবাদিক কে বলেন,'ওই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT