পরিবেশ সংরক্ষণ ও সৃষ্টির প্রতি দায়িত্ববোধের অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ২৫ জুলাই শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ফটিকছড়ি-দক্ষিণ পাইন্দং শাখার উদ্যোগে পাইন্দং এলাকার নিম্নোক্ত প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে -
১) মৌলানা রহমত উল্লাহ শাহ(র) এর মাজার কমপ্লেক্স
২) দক্ষিণ পাইন্দং রহমতিয়া আহমদিয়া হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গণ
৩) পাটিয়ারকুল হযরত শাহ আমানত (র) জামে মসজিদ
৪) ঐতিহাসিক পেলাগাজীর দিঘী জামে মসজিদ এলাকা।
উক্ত উদ্যোগে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,কেন্দ্রীয় পর্ষদ- সদস্য দিদারুল আলম ।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাশেম, গোলাপ মওলা গোলাপ, সভাপতি কামরুল ইসলাম, মাহাবুল আলম কোম্পানি, সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর হাসনাত মহিউদ্দিন চৌধুরী, মো: ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা ইউসুপ, উল্লেখিত প্রতিষ্ঠান'র প্রতিনিধিবৃন্দ, মো: ইয়াছিন, মো: শহিদুল, জয়নাল আবেদিন মিম্পা, মো: রায়হানুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT