বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড় থেকে র্যালিটি শুরু হয়। পরে ভবানীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোডাউন মোড়ে এসে র্যালিটি শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল আহাদ কবিরাজ। এতে আরও উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন, নায়েবে আমীর ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডাক্তার আব্দুল বারী সরদার, বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম হোসেন, তাহেরপুর পৌর জামায়াতের আমির শহীদুজ্জামান মীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিন আলম এবং ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মর্তুজা।
এছাড়াও কর্মসূচিতে বাগমারা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি নাদিম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে আয়োজিত এই র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT