রনজিৎ সরকার রাজ , (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ বাজারে গোয়েন্দা সংস্থার ভিত্তিতে একটি গোডাউনে অভিযান চালিয়ে ৫৩৩ বস্তা সরকারি ওএমএস (খোলাবাজারে বিক্রির জন্য বরাদ্দকৃত) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে গোয়েন্দা সংস্থার সংবাদের ভিত্তিতে খাদ্য গুদাম কর্তৃপক্ষ এ যৌথ অভিযান পরিচালনা করে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা গোলাপগঞ্জ বাজারে মোমো ট্রেডার্সে গিয়ে দেখি সেখানে সরকারি খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫৩৩ বস্তা চাল প্যাকেটিং করা হচ্ছে । এরপর তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়।
জানা গেছে, আনসার বাহিনীর নামে ডিও কাটা নিলয় ট্রেডার্স (টাঙ্গাইল) থেকে এসব চাল মোমো ট্রেডার্স বীরগঞ্জে নিয়ে আসে। সরকারিভাবে ওএমএস কার্যক্রমে ব্যবহারের কথা থাকলেও চালগুলো অবৈধভাবে মজুত করে বাজারে কালোবাজারি করার পরিকল্পনা ছিল বলে ধারণা করছে প্রশাসন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT