প্রতিবেদক, রাজশাহীঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, ২০২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ ও মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাজশাহীর পুঠিয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট ২০২৫ ইং শুক্রবার বিকেল ৫টায় উপজেলার শিবপুর বাজারে এ সভার আয়োজন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রাজশাহী সরকারি সিটি কলেজের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী ও আইনজীবী জনাব মো: রেজাউল করিম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও দূর্গাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আলহাজ্ব এনামুল হক এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সোবহান মন্ডলের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির সংগ্রাম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, ৪ নং ওয়ার্ড বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল মাস্টার, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বুলবুল, বণিক সমিতির সভাপতি সাদেকুর রহমান, ৪নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল আলিম, সাইদুর রহমান সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT