ডিপিডি বিশেষ প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার(১৪)ডিসেম্বর)বিকেল ৫টায় বাঘা উপজেলা কমিটি এর আয়োজন করে।
উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী,মনোয়ারুল ইসলাম মুন্নার সঞ্চালনায় ও প্রধান সমন্বয়কারী,শাহ্ মাখদুম মিলনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল এর আগে সমাবেশে বক্তব্য রেখেছেন, এন সি পির রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব রনিউর রহমান, যুগ্ন আহবায়ক মতিউর রহমান, যুগ্ম সদস্য সচিব,ফিরোজ আলম, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, উপজেলা কমিটি যুগ্ন আহ্বায়ক (জুলাই যোদ্ধা) বাদশা আলী। হাদীর মুক্তির শ্লোগানে মুখরিত করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন-বাঘার প্বার্শবর্তী উপজেলার নেতৃবৃন্দ।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT