বাঘার মনিগ্রামে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল
- আপডেট সময়ঃ ০৯:১৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ৬৫ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল
অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় মনিগ্রাম ইউনিয়নের নতুন পাড়া মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রনেতা পলাশ আহমেদ, আতিক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক নেতা ফারুক হোসেন, রুবেল বিশ্বাস, রকি আহমেদ, উপজেলা যুবনেতা বাবুল হোসেন, সাদিকুল ইসলাম মোল্মোলা, মোরসালিন হোসেন, খোকন, তৌফিকুল ইসলাম তফি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা সোহেল রানা, শাহ আলম সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, ফ্যাসিষ্ট আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণের ভোটাধিকার বানচালের পায়তারা করছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আমাদের এই মিছিল কোনো সহিংসতার জন্য নয়, এটি জনগণের অধিকার, শান্তি ও নিরাপত্তার পক্ষে অবস্থানের বার্তা।




















