বাঘার আড়ানীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১’শ পিচ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

- আপডেট সময়ঃ ০৫:৫৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, বাঘা (রাজশাহী):
রাজশাহীর বাঘার আড়ানী পৌর এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ কারেন্ট জল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আড়ানী বাজারে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (২৬ আগষ্ট) বেলা ১২ টার দিকে আড়ানী বাজারে অভিযান পরিচালনা করে ১০০ পিচ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। অভিযানের খবর পেয়ে কারেন্ট জাল বিক্রেতাগণ পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল হতে কোন বিক্রেতাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, তহুরা হক, উপজেলা মৎস কর্মকর্তা, শাহরিন আক্তার ইভা, ক্ষেত্র সহকারী ইলিশ প্রকল্প এবং মোঃ মনিরুজ্জামান, ক্ষেত্র সহকারী।
উপজেলা মৎস কর্মকর্তা তহুরা হক বলেন, সারা বছর জুড়ে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রেতাদের বিরুদ্ধে তাৎক্ষনাত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।