বাঘায় ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

- আপডেট সময়ঃ ০১:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, বাঘাঃ
রাজশাহীর বাঘায় ট্রাক চাপায় এক বৃদ্ধা নিহত’র ঘটনা ঘটেছে। নিহতর নাম বানেরা বেগম বানু , বয়স (৫৮) ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগষ্ট) সকাল প্রতিদিনের ন্যায় হাটতে বের হন মনিগ্ৰাম ইউনিয়নের ভানুকর গ্ৰামের বাসিন্দা প্রতিবন্ধী মজিবর রহমানের স্ত্রী বানেরা বেগম বানু। হাটতে থাকার এক পর্যায়ে আনুমানিক সকাল ৬টায় দিকে মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাষ্টারের বাড়ির সামনে রাজশাহীগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধা বানু। পরে স্থানীয়রা নিহত’র পরিবারের খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ, ফ, ম আছাদুজ্জামান দৈনিক পথের দিশা’কে জানান, বাঘার মীরগঞ্জ এলাকায় ট্রাক চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের পরিবার কোন অভিযোগ না করে দাফনের অনুমতি চাওয়ায় কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে মৃতদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।