বাগমারা উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল
- আপডেট সময়ঃ ০৮:২০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় সারা দেশের ন্যায় উপজেলা বিএনপির প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি এবং চট্রগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগকালে তাঁদের উপর দুষ্কৃতকারীদের গুলিবর্ষণে এ প্রতিবাদ মিছিল করা হয়। শনিবার ১৩ ডিসেম্বর বিকেলে বাগমারা উপজেলা বিএনপি এ প্রতিবাদ মিছিলের আয়োজক।
এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহবায়ক আক্তারুজ্জামান বল্টু, জিসাস উপজেলা সভাপতি আব্দুল জলিল, হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল শাহ, মাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসলাম হোসাইন, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলী, নরদাশ ইউনিয়ন বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন মহুরি, গনিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জব্বার খাঁ, বাসুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সামা মিষ্টার, জিসাস উপজেলা সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম জামাল প্রমুখ। উপজেলা সদর প্রদক্ষিণ শেষে শিল্প কলা একাডেমিতে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়েছে। এছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















