বাগমারায় সীরাতে রাসূলুল্লাহ (ﷺ) পাঠ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু
- আপডেট সময়ঃ ১০:৫০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় সীরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ চর্চা ও প্রসারের লক্ষ্যে আয়োজন করা হয়েছে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ‘মানব কল্যাণ সোসাইটি, বাগমারা’-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সর্বমোট ৪০ হাজার টাকার আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে নবীজি (সা.)-এর আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন। প্রতিযোগিতাটি তিনটি গ্রুপে অনুষ্ঠিত হবে এবং এতে মোট ৫০ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিটি গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা প্রদান করা হবে।
প্রতিযোগিতার গ্রুপ ও ধরণ অনুযায়ী—
‘ক’ গ্রুপে অষ্টম শ্রেণি ও এর নিচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তাদের পরীক্ষা হবে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে।
‘খ’ গ্রুপে নবম শ্রেণি থেকে স্নাতকোত্তর বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে, এখানেও পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
‘গ’ গ্রুপে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্নকারী যেকোনো বয়স ও পেশার মানুষ অংশ নিতে পারবেন। এ গ্রুপে প্রতিযোগিতার বিষয় হবে দৈবচয়িত বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান।
বাগমারা উপজেলার যেকোনো বাসিন্দা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনের পর অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত পাঠ্যবই অথবা পিডিএফ ফাইল বিনামূল্যে সরবরাহ করা হবে। পিডিএফ ফাইলটি ‘মানব কল্যাণ সোসাইটি, বাগমারা’-এর ফেসবুক পেজে পাওয়া যাবে। নিবন্ধনের শেষ তারিখ আগামী ২৩ ডিসেম্বর ২০২৫।
আগামী ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার বাগমারার ঝাড়গ্রাম ফাজিল মাদ্রাসায় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা ৩০ মিনিটে এবং ‘গ’ গ্রুপের প্রতিযোগিতা সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মো. আ. বারী সরদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঝাড়গ্রাম ফাজিল মাদ্রাসার প্রাক্তন আরবি প্রভাষক, প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. শামছুল হক।
আয়োজক প্রতিষ্ঠান ‘মানব কল্যাণ সোসাইটি, বাগমারা’ এই মহৎ উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে সীরাতে রাসূলুল্লাহ (ﷺ) অধ্যয়ন ও দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।



















