বাগমারায় শিবজাইট বাজার এলাকায় ভোর রাতে ছিনতাই
- আপডেট সময়ঃ ০৬:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার শিবজাইট বাজার এলাকায় ভোর রাতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় সাইকেল আরোহী এক ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আবেদ আলী জানান, তিনি সাইকেলযোগে তাহেরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিবজাইট বাজার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে।
এ সময় হত্যার ভয়ভীতি দেখিয়ে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগীর ছেলে রনি ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাত হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী আবেদ আলীর বাড়ি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামে। ভুক্তভোগী আবেদ আলী বাসু পাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে গুড়ের ব্যবসা করেন।
এলাকাবাসীরা জানান, শিবজাইট বাজার ও আশপাশের এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত এলাকায় পুলিশি টহল জোরদার এবং ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম জানান, ছিনতাই ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। বাগমারা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।



















