বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মণ্ডলের দাফন সম্পন্ন
- আপডেট সময়ঃ ০৬:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ৭০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মণ্ডল মঙ্গলবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
বুধবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গ্রামের পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে–মেয়ে, আত্মীয়–স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর। তার পিতার নাম মরহুম ইনতুল্ল্যা মন্ডল।
মরহুমের জানাজায় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, এলাকাবাসী সহ ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
মরহুম ইয়াছিন আলী মণ্ডলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



















