বাগমারায় বেগম রোকেয়া দিবস পালিত, অদম্য নারীদের সংবর্ধনা
- আপডেট সময়ঃ ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় “আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার এ উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ প্রমুখ।
আলোচনা শেষে পাঁচটি ক্যাটাগরি পাঁচজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরমধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারীঃ সানজানা শবনম জলি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারীঃ আক্তারুন নাসরিন আঁখি,
সফল জননী নারীঃ রহিমা বিবি, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারীঃ সোনিয়া আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারীঃ আঞ্জুয়ারা।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়।



















