বাগমারায় বিভিন্ন স্থানে কৃষি জমিতে পুকুর খননের চেষ্টা প্রশাসনের অভিযান
- আপডেট সময়ঃ ০৯:৩৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৪৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে পুকুর খনন রোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বড় বিহানালী ইউনিয়নের ছোটকয়া গ্রামের পূর্ব পাশে ছোটকয়া বিল এবং ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম বিলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। অভিযানের সময় ছোটকয়া বিলে কৃষি জমির টপসয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিন অকেজো করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি।
অপরদিকে ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকার ঝাড়গ্রাম বিলেও একই ধরনের অভিযান পরিচালনা করা হয়। সেখানেও টপসয়েল কাটার কাজে জড়িত কাউকে পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অপরিকল্পিতভাবে পুকুর খনন ও কৃষি জমি থেকে টপসয়েল কাটার ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায় এবং ফসল উৎপাদন ব্যাহত হয়। এতে কৃষি জমি দীর্ঘদিনের জন্য চাষের অনুপযোগী হয়ে পড়ে, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের খাদ্য উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম জানান, কৃষি জমির টপসয়েল কাটা রোধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে। পাশাপাশি এ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। তার মতে, কৃষি জমি রক্ষা করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমির টপসয়েল কাটা সংক্রান্ত কোনো তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।


















