১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

বাগমারায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

বাগমারা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৬:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম দফায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ উদ্যোগের আওতায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এবং সৈয়দা ময়েজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে মেশিন স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঋতুস্রাবকালীন সময়ে কিশোরী ও নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাডের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভেন্ডিং মেশিন থাকলে শিক্ষার্থীরা প্রয়োজনের সময় গোপনীয়তা বজায় রেখে প্যাড সংগ্রহ করতে পারবে, ফলে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং স্কুলে উপস্থিতি বাড়বে।

তিনি আরও বলেন, অনেক সময় সচেতনতার অভাব ও প্রয়োজনীয় উপকরণ না পাওয়ার কারণে মেয়েরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে। এই উদ্যোগ নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আব্দুল মুমীতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ নারীবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে, যা নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ জীবনযাপনে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় তিন শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

আপডেট সময়ঃ ০৬:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বাগমারা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম দফায় স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এ উদ্যোগের আওতায় ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এবং সৈয়দা ময়েজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে মেশিন স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, ঋতুস্রাবকালীন সময়ে কিশোরী ও নারীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাডের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভেন্ডিং মেশিন থাকলে শিক্ষার্থীরা প্রয়োজনের সময় গোপনীয়তা বজায় রেখে প্যাড সংগ্রহ করতে পারবে, ফলে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং স্কুলে উপস্থিতি বাড়বে।

তিনি আরও বলেন, অনেক সময় সচেতনতার অভাব ও প্রয়োজনীয় উপকরণ না পাওয়ার কারণে মেয়েরা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে। এই উদ্যোগ নারীদের মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আব্দুল মুমীতসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ নারীবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে, যা নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ জীবনযাপনে কার্যকর ভূমিকা রাখবে।