০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

বাগমারায় কৃষি জমির টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :
  • আপডেট সময়ঃ ০৮:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৭ বার পড়া হয়েছে।

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে নাককাটি বিল এলাকায় কৃষি জমির অমূল্য টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে কৃষি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম, শিপন, আলামীন হোসেন এবং আরিফুল ইসলাম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হন। পরে একই আইনের ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় প্রশাসনকে। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মাটি কাটার কার্যক্রম আড়াল করার চেষ্টা করে এবং স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করার ঘটনাও ঘটে। তবে প্রশাসনের দৃঢ় অবস্থান ও বাগমারা থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় বাগমারা থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, “কৃষি জমির টপসয়েল ধ্বংস হলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় কৃষক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় কৃষি জমির টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট, ৫ জনের কারাদণ্ড

আপডেট সময়ঃ ০৮:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে নাককাটি বিল এলাকায় কৃষি জমির অমূল্য টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। অভিযান চলাকালে দীর্ঘদিন ধরে কৃষি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলো সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম, শিপন, আলামীন হোসেন এবং আরিফুল ইসলাম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্তরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় অপরাধে দোষী সাব্যস্ত হন। পরে একই আইনের ১৫(১) ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় প্রশাসনকে। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মাটি কাটার কার্যক্রম আড়াল করার চেষ্টা করে এবং স্থানীয়ভাবে চাপ সৃষ্টি করার ঘটনাও ঘটে। তবে প্রশাসনের দৃঢ় অবস্থান ও বাগমারা থানা পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট সফলভাবে সম্পন্ন হয়।

এ সময় বাগমারা থানা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, “কৃষি জমির টপসয়েল ধ্বংস হলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় কৃষক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন।