বাগমারায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ১১:৩৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় চতুর্থ থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে একযোগে উপজেলার দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল স্নাতক মাদ্রাসা ও তাহেরপুর কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগে এ মেধাবৃত্তি পরীক্ষা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত হলেও গত বছর থেকে এর আয়োজন করছে কিশোর কণ্ঠ ফাউন্ডেশন।
পরীক্ষা পরিচালনায় ভবানীগঞ্জ কেন্দ্রে দায়িত্ব পালন করেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন বাগমারা পূর্ব অঞ্চলের পরিচালক শফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রব, প্রকাশনা সম্পাদক ফায়সাল আহমেদ এবং বাগমারা পশ্চিম অঞ্চলের পরিচালক মিকদাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।



















