বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন
- আপডেট সময়ঃ ০৯:৩৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসের সূচনায় ১৬ ডিসেম্বর প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১২টায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা, একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীত, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলমসহ আরও অনেকে।
সভায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয় এবং তাঁদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বিজয় দিবস উপলক্ষে সকালে এবং ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে অংশ নেই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউট সদস্য। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।



















