বাগমারা প্রতিনিধি:
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ পালিত হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
রিনা ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ,প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সহকারি অধ্যাপক আব্দুল মতিন, রমজান আলী, আসাদুজ্জামান, আকবর আলী, রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষিকা নাজমা খাতুন প্রমুখ।
এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দেয়া হয়। পরে দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT