চট্টগ্রাম ব্যুরোঃ
মূল্যবোধ কেবল সামাজিক নীতি নয়, বরং শান্তির ভিত্তি। ব্যক্তি ও সমাজে স্থায়ী শান্তি আনতে হলে নৈতিক শিক্ষা অপরিহার্য। শান্তি অর্জনের পথ হিসেবে নৈতিক মূল্যবোধের শিক্ষাকে কেন্দ্র করে "শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা" বইটিতে বিশ্বব্যাপী সহিংসতা, বিভাজন ও সামাজিক দুরবস্থার প্রেক্ষাপটে একটি মানবিক, নৈতিক এবং শিক্ষা-ভিত্তিক সমাধান হিসেবে তুলে ধরা হয়েছে। পটিয়া উপজেলাধীন তেকোটা - মুকুটনাইটস্থ বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনে গত শনিবার (১৯জুলাই,২০২৫ইং) বিকেলে ব্যাপক উৎসব মুখর পরিবেশে ওয়ার্ল্ড পিস এথিক্স ক্লাবের সৌজন্যে অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ ও বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সহায়তায় বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এ্যলায়েন্স অব বুড্ডিস্ট- এর ভাইস প্রেসিডেন্ট ড. সবুজ বড়ুয়া শুভ।
বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের দুই’বারের প্রাক্তন মহাসচিব সরিৎ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত ভাষণ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের মহাসচিব সংগীত শিল্পী অনুপম বড়ুয়া।
অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক বিশ্বমিত্র মহাস্থবির। শুভেচ্ছা বক্তব্য রাখেন মৃণাল কান্তি বড়ুয়া, বিশ্বশান্তি নীতি প্রতিযোগীতার সমন্বয়ক যথাক্রমে প্রদীপ বড়ুয়া, সবুজ বড়ুয়া পিলু, শিক্ষক জুয়েল বড়ুয়া, আকাশ বড়ুয়া ও সঞ্জয় বড়ুয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ ভদন্ত শীলপ্রিয় মহাস্থবির, আবাসিক ভিক্ষু যথাক্রমে ভদন্ত আলোক মিত্র স্থবির ও ভদন্ত বুদ্ধানন্দ ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সাবেক চেয়ারম্যান শ্যামল কান্তি বড়ুয়া (অবঃ পুলিশ পরিদর্শক), সুজিত বড়ুয়া ঝন্টু, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের প্রাক্তন যুগ্ম মহাসচিব অশোক বড়ুয়া বাবু, বিশ্বশান্তি নীতি প্রতিযোগীতার সমন্বয়ক মিসেস স্বাথী বড়ুয়া, মিলন বড়ুয়া বট, আশীষ বড়ুয়া, অরূপম বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, প্রচলিত শিক্ষা ব্যবস্থা জ্ঞান কেন্দ্রিক হলেও, নৈতিক ও মানবিক শিক্ষা উপেক্ষিত। শিক্ষা যদি করুণা, সহানুভূতি, সহনশীলতা শেখায়, তবে সমাজে সংঘাত হ্রাস পায়। মৈত্রী, করুণা, অহিংসা ও মধ্যমপন্থা -এই মূল্যবোধগুলো বিশ্ব শান্তির জন্য কার্যকর। স্কুল, পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মূল্যবোধভিত্তিক শিক্ষার সংযুক্তি এবং শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সহানুভূতি, দয়া ও সহনশীলতা গড়ে তোলা জরুরি। সভাশেষে "শান্তির জন্য মূল্যবোধের শিক্ষা" বইটি এবং অনুশীলনের জন্য একটি দিনলিপি উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT