নওগাঁর মান্দা থানা ও সার্কেল অফিস পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম
- আপডেট সময়ঃ ০৯:৫৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১১১ বার পড়া হয়েছে।

মান্দা প্রতিনিধি:
নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম অদ্য (০৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় মান্দা থানা ও মান্দা সার্কেল অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি থানা চত্বরে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে রোল কল গ্রহণ করেন এবং মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় কালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত ফোর্সের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এরপর তিনি সার্কেল অফিস ঘুরে দেখেন এবং বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “পুলিশ রাষ্ট্রের একটি নিরপেক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোনো দল বা মতের অনুসারী নয়।” তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মান্দা থানার সকল অফিসার ও ফোর্সকে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
এছাড়াও তিনি ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি, রাত্রিকালীন টহল জোরদার এবং অপরাধ দমন কার্যক্রম আরও বেগবান করার জন্য মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার ও অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


















