দূর্গাপুরে সিএনজি-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ৪

- আপডেট সময়ঃ ০৪:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে।

মনিরুল ইসলাম রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী দূর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামে আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার সময় সিএনজি ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন (১৯) নামের এক সিএনজির যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আফজাল হোসেন পুঠিয়া উপজেলার সরগাছী গ্রামের ইয়াচিন আলীর ছেলে।
এ সময় ঘটনাস্থলে আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হন। তারা হলেন, নিহত আফজাল হোসেনের চাচাতো ভাই মামুন (১৮)। দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের সাগর (২৫), সবুজ (১৯), সাদিকুল (২৩) গুরুতর আহত হয়। আহত সকলেই দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, কিশোরপুর বাজারে তাহেরপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে সিএনজিতে থাকা আফজাল হোসেন ( ১৯) নামের এক যাত্রীর মুখমন্ডল থেতলিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থলে আরও ৪ জন যাত্রী গুরুতর আহত হন। বর্তমানে সিএনজি ও ভুটভুটির ড্রাইভার পলাতক রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ও অফিসার ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করছেন।
এ বিষয়ে দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সিএনজি ও ভুটভুটি জব্দ করা হয়েছে। আর এ বিষয়ে নিহত আফজাল হোসেনের চাচা কোরবান আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। বর্তমানে সিএনজি ও ভুটভুটির ড্রাইভার পলাতক রয়েছে।