দূর্গাপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালনে দোয়া মাহফিল

- আপডেট সময়ঃ ০৮:৩০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, দুর্গাপুরঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫-আগস্ট জুম্মা নামাজের পর দুপুর ২টায় সিংগা বাজারের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে বিএনপি নেতা মুক্তাদির হোসেন মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ ইসফা খায়রুল হক শিমুল।
দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইসফা খাইরুল হক শিমুল বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুগান্তকারী ভূমিকা রেখেছেন। তিনি কারাবন্দী থেকেও জনগণের জন্য লড়াই চালিয়ে গেছেন, যা রাজনৈতিক ইতিহাসে বিরল উদাহরণ।
এ সময় উপস্থিত ছিলেনঃ দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহবায়ক আয়নাল হক, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ হোসেন আলি শাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ এফ এম সাঈদ তোতা, বিএনপি নেতা জর্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সদস্য মমিনুল হক, খবির উদ্দিন আহমেদ, দুর্গাপুর পৌর বিএনপি নেতা নুরুল হক, ৩ নং পানানগর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান ও সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়াদ আলী সহ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা চোখ ভিজিয়ে মোনাজাতে অংশ নেন। বিশেষ দোয়ায় দেশনেত্রীর রোগমুক্তি, কল্যাণ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠান শেষে তাবারুক বিতরণ করা হয়।