দুর্গাপুরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত করুন

- আপডেট সময়ঃ ০৪:০৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে।

দুর্গাপুরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্ত করুন
হাসিবুর রহমানঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ২০২৫- ২০২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয় ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার ২৬ আগষ্ট দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে ও হোজা নদীতে ৩৪২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন, সিনিয়র সহকারী পরিচালক অসীম কুমার ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভিন লাবনী, উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা মৎস্য অফিসেরক্ষেত্র সহকারী মিজানুর রহমান, অফিস সহকারী ওয়াদুদুল ইসলাম, অফিস সহায়ক এনামুল হক প্রমুখ।