দুর্গাপুরে প্রতিবন্ধী উপজাতি নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

- আপডেট সময়ঃ ১০:৩১:২৬ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে।

প্রতিবেদক,রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুরে আম বাগানে খড়ি সংগ্রহ করতে গিয়ে জোরপূর্বক ধর্ষণের শিকার হয়েছেন এক প্রতিবন্ধী উপজাতি নারী।
ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সাজ্জাদ হোসেন কালুকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
১ আগষ্ট( শুক্রবার) সকাল ১০ টার দিকে দুর্গাপুর পৌর নান্দোপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ধর্ষনের অভিযোগে অভিযুক্ত কালু ঐ এলাকার মকলেছুর রহমান হেনার ছেলে।
দুর্গাপুর থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানাযায়, ১ আগষ্ট শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে প্রতিবন্ধী ঐ নারী আম বাগানের লাকড়ি সংগ্রহের জন্য যায়। বাড়ি ফিরতে দেরি হওয়াতে ভিকটিমের ভাই শিমুল বিশ্বাস তাকে খুঁজতে থাকেন, একপর্যায়ে পাশে পাট খেতে উলঙ্গ অবস্থায় বোনকে দেখতে পেলে, ধর্ষক সাজ্জাদ হোসেন তার উপস্থিত টের পেয়ে, দৌড়ে পালিয়ে যায়। প্রতিবন্ধী মেয়েটি জোরপূর্বক ধর্ষণের কথা পরিবারকে জানালে এনিয়ে রাতে মামলা দায়ের হয়। ঐ দিন রাত ১১ দিকে দুর্গাপুর থানার উপ- পরিদর্শক (এস.আই) রিপন কুমার দাসের নেতৃত্বে সঙ্গীও ফোর্স নান্দোপাড়ার এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কালুকে গ্রেফতার করেন।
২ আগস্ট (শনিবার) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে আদালতে পেরন করা হয়েছে।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, এক প্রতিবন্ধী উপজাতি নারী ধর্ষণের শিকার হয়েছে, এই মর্মে থানায় এজাহার দায়ের করেন। তৎক্ষনাৎ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে, মহামান্য আদালতে নিকট প্রেরন করা হয়েছে।