ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুরে উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর পরিকল্পিত সশস্ত্র হামলার প্রতিবাদে সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) দুর্গাপুর উপজেলা সদরে দুর্গাপুর উপজেলা ও পৌরসভা বিএনপি'র ব্যানারে উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেনের ওপর পরিকল্পিত সশস্ত্র হামলার প্রতিবাদে সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নালের সভাপতিত্বে সমাবেশ ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর পৌরসভা বিএনপির আহবায়ক হাসানুজ্জামান লালটু, দুর্গাপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক আব্দুল হান্নান, সদস্য সচিব মোহাইমেনুল হক রেন্টু, পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল সাইফ জীবন সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ গত ২৯ আগষ্ট দুর্গাপুর পৌরসভা কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দুর্গাপুর উপজেলা বিএনপি'র প্রস্তুতিমূলক আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে নিজ দলীয় নেতাকর্মীদের মাঝে হট্রগোলের সৃষ্টি হয়। সেখানে আহত হন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT