দুর্গাপুরে আড়াই কেজি গাঁজা সহ মাদক কারবারি গ্রেপ্তার

- আপডেট সময়ঃ ০৭:৪৯:৪০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৪৬ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুরে আড়াই কেজি গাঁজা সহ শীর্ষ মাদক কারবারি মিউনুছ আলীকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
২৪ আগস্ট (রবিবার) গোপন সংবাদের ভিত্তিতে দুপুর দেড়টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউপির শ্যামপুর দক্ষিণপাড়া এলাকায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলামের নেতৃত্বে এস আই রেজাউল করিম, সঙ্গীয় অফিসার ফোর্স এই মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
দূর্গাপুর থানা পুলিশ সুত্রে জানাযায়, শ্যামপুর দক্ষিণপাড়া
এলাকায় মাদকের একটি বড়ো চালান, ক্রয়বিক্রয় হব, এমন গোপন সংবাদের ভিত্তিতে
তৎক্ষণাৎ অভিযান পরিচালনা করে, ওই এলাকার মফির শাহের ছেলে মিউনুস আলীকে গ্রেপ্তার করা হয়, এসময় তার বাড়ি তল্লাশী করে ৫ টি গাঁজার পোটলায় আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ লক্ষ পঁচিশ হাজার টাকা, আটক মাদক কারবারির অপর সহযোগী দুর্গাপুর পৌর এলাকার দেবিপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জাকির হোসেন পালাতে সক্ষম হয়, এনিয়ে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, সোমবার সকালে আটক আসামীকে বিজ্ঞ আদালত কোর্টে প্রেরণ করা হয়।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)
আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালিত করা হয়, এসময় ১ জনকে গ্রেপ্তার করে আড়াই-কেজি গাঁজা উদ্ধার হয়েছে, আটক আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে, আটক আসামীকে বিজ্ঞ আদালত কোর্টে প্রেরণ করা হয়েছে, এধরণের অভিযান অব্যাহত থাকবে।