হাসিবুর রহমান হাসিবঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঠালবাড়ীয়ার গৃহবধূ মোছাঃ খুরশিদা বেগম নিখোঁজ হয়েছেন।
তিনি কাঠালবাড়ীয়া গ্রামের ময়নাল আলী'র স্ত্রী। গৃহবধূ খুরশিদা বেগমকে গত ১৫ ডিসেম্বর সকাল ১০টার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি গৃহবধূ খুরশিদা বেগমের সন্ধান পেয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক নিচের দেয়া নাম্বারে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে খুরশিদার পরিবার। সন্ধান দিন এই নম্বরে মোবা:-01304-884498।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT