প্রতিবেদক, রাজশাহীঃ
রাজশাহীর দুর্গাপুরে উন্মূক্ত জলাশয় আংরার বিলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৩০টি চায়না দুয়ারী রিং জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে।
রোববার (১০ আগষ্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের দিকনির্দেশনায় উপজেলার আংরার বিলে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
মৎস্য ও পশুখাদ্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ৩০টি চায়না দুয়ারী রিং জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান ও থানার সহকারী উপ-পরিদর্শক রাজু প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাবরিনা শারমিন বলেন, অবৈধ রিং জাল ব্যবহারে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীরও ক্ষতি হয়।
যাতে করে মৎস্য সম্পদ রক্ষা পায় সেই লক্ষ্যে মৎস্য ও পশুখাদ্য আইন বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT