তানোরে প্রভাবশালীদের বিরুদ্ধে মন্দিরের নামে নিরীহ কৃষকের জমি জবর-দখলের অভিযোগ

- আপডেট সময়ঃ ১২:০০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর তানোরে এক নিরীহ কৃষকের ভিটেমাটি প্রভাবশালীরা মন্দিরের নামে জবর-দখলের চেস্টা করছেন অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় ওই জায়গার প্রকৃত মালিক উপজেলার কামারগাঁ ইউপির আব্দীপুর গ্রামের দিনেশ চন্দ্র বাদি হয়ে আমিরপুর গ্রামের নামধারী ৮ ব্যক্তির বিরুদ্ধে শনিবার বিকেলে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ বলে আশঙ্কা করছেন প্রতিবেশিরা।
অভিযোগের সূত্রধরে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কামারগাঁ ইউপির কচুয়া রাস্তার পূর্বদিকে আব্দীপুর গ্রাম। গ্রামের মধ্যে উজলাকুড়ি। ওই কুড়ির দক্ষিণে ছিল মন্দির। কিন্তু গ্রামের হলদার ও বৈরাগী বংশের মধ্যে দ্বন্দ্বের কারণে বিগত তিন বছর আগে উজলা কুড়ির দক্ষিণ দিকের মন্দির থেকে আসবাবপত্র নিয়ে উজলা কুড়ির উত্তরে দিকে মন্দির করে ধর্মীয় কাজ করছেন হলদার বংশের লোকজনরা। হলদার বংশের উজলা কুড়ির উত্তর দিকের মন্দিরের সভাপতি গোউর চন্দ্র প্রামানিক জানান, বিগত তিন বছর আগে সবাই একসাথে ধর্মীয় কাজ করা হত। পরে ছোট খাটো বিষয়কে কেন্দ্র করে হলদার ও বৈরাগী বংশের দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয়। একারণে মন্দির ভেঙে নতুন ভাবে করা হয়। কিন্তু সম্প্রতি আমরা জানতে পারি পুরাতন মন্দিরের জায়গা বিক্রি হয়ে গেছে। কাগজপত্র দেখতে চাইলে দেখাইনি। একারণে সবাই মিলে পূর্বের মন্দির বা ওই জায়গার মালিক দিনেশের ক্রয় করা জায়গার উপরে টিন উচ্ছেদ করে মন্দির হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে জায়গাটি দখল করা হয়েছে বলে দম্ভোক্তি দেখান গোউর চন্দ্র প্রামানিক।
এবিষয়ে ওই গ্রামের হলদার বংশের লোকজনরা জানান, মন্দির কখনো বিক্রি হয় না। আমরা এখানেই ধর্মীয় কাজ করব। এখন সেখানে জন্মাষ্টমী পূজা উদযাপন হবে। তবে, জায়গাটি বিক্রি হয়ে থাকলে ছেড়ে দিতে হবে বলে এড়িয়ে গেছেন তারা। ওই গ্রামের পুরাতন মন্দির কমিটির সভাপতি মাস্টার নারায়ন চন্দ্র দাস বলেন, বিগত তিন বছর আগে সবাই মিলে একসাথে ধর্মীয় কাজ করা হত। কিন্তু হলদার বংশের লোকজন সংখ্যায় বেশি থাকার কারণে তারা মন্দির ভেঙে অন্যত্র নিয়ে যায়। একারণে জায়গার মালিক বিক্রি করে দেন। তিন বছর ধরে সেখানে কোন মন্দির নেই। টিন দিয়ে ঘিরে গরু ছাগল লালন পালন করে আসছিল দিনেশ। কিন্তু শনিবার সকালের দিকে হঠাৎ তারা চর দখলের মত তার জায়গা জবর-দখল করেছে। দিনেশ অভিযোগে উল্লেখ করেন, উপজেলার কামারগাঁ ইউপির আব্দীপুর মৌজায় আরএস ৬৩ নম্বর খতিয়ানে ১৮০ নম্বর দাগে ৫ শতাংশ ভিটেমাটি বিগত প্রায় তিন বছর আগে ক্রয় করে শান্তিপূর্ণ ভাবে ভোগ-দখল করে আসছি। এঅবস্থায় শনিবার সকাল প্রায় ১১টার দিকে আব্দীপুর গ্রামের আনন্দ, দুলাল, দিপক ও আমীরপুর গ্রামের প্রদীপ, হিরেন, শুশান্ত, অমিত ও স্বাধীনসহ আরো অনেকে লাঠি ধারালো অস্ত্র দিয়ে টিনের বেড়া আর গাছপালা কেটে সাবাড় করে জায়গাটি দখলে নিতে মরিয়া হয়ে পড়েছেন।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, অভিযোগ হয়েছে কিনা জানা নেই। তবে, এসংক্রান্ত ব্যাপারে হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।