চারঘাট–বাঘায় জামায়াত মনোনীত প্রার্থী নাজমুল হকের নেতৃত্বে হাজারো মানুষের মোটরসাইকেল শোভাযাত্রা
- আপডেট সময়ঃ ০৭:২৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ৫৩ বার পড়া হয়েছে।

চারঘাট–বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হকের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে চন্ডিপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা বিকেল ৪টা পর্যন্ত দুই উপজেলার প্রধান প্রধান সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মোটরসাইকেল আরোহী। কর্মী, সমর্থক, ভোটারসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপচে পড়া উপস্থিতিতে চারঘাট–বাঘার সর্বত্র উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় দাঁড়িপাল্লার দলীয় পতাকা হাতে নিয়ে জনগণের প্রতি শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক।
নাজমুল হক বলেন,সমৃদ্ধ চারঘাট–বাঘা বিনির্মাণে আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে এলাকার জনগণকে একযোগে কাজ করতে হবে। বিগত ৫৫ বছরের অসমাপ্ত কাজ সম্পন্ন করে এ আসনকে দেশের মডেল আসন হিসেবে গড়ে তোলা আমাদের অঙ্গীকার।
তিনি জানান, চারঘাট–বাঘা আসনের প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে সেসব সমাধানের লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।
বিশিষ্ট নেতৃবৃন্দের উপস্থিতি
শোভাযাত্রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন,জেলা সেক্রেটারি মোঃ গোলাম মর্তুজা,জেলা কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি,চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ শফিকুল ইসলাম,রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি মোঃ রুবেল আলী,বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ জিন্নাত আলী
,বাঘা উপজেলা আমীর মোঃ আব্দুল্লাহ আল মামুন নুহু,চারঘাট উপজেলা আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদ,এছাড়াও দুই উপজেলার জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা সফল করায় সাংবাদিক, পুলিশ প্রশাসন এবং চারঘাট–বাঘার সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান এমপি প্রার্থী নাজমুল হক। তিনি বলেন,আসন্ন নির্বাচনে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।দুর্নীতি,চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।




















