চাটমোহরে দেড় হাজার বছরের পুরনো বিষ্ণুমূর্তি উদ্ধার, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর

- আপডেট সময়ঃ ০৭:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে।

প্রতিবেদক, চাটমোহর,পাবনাঃ
পাবনার চাটমোহর উপজেলা থেকে দেড় হাজার বছরের পুরোনো একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে।
উদ্ধােরের পর বিষ্ণুমূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে।
(২৯ জুলাই) মঙ্গলবার উপজেলার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে বিষ্ণুমূর্তিটি প্রত্নতাত্তিক অধিদপ্তর রাজশাহী ও রংপুর আঞ্চলিক অফিসের পরিচালক এ কে এম সাইফুর রহমানের নিকট হস্তান্তর করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও( মুসা নসের চৌধুরী।
এসময় প্রত্নতাত্বিক অধিদপ্তর পুঠিয়া রাজবাড়ির এসিস্ট্যান্ট কাস্টোডিয়ান হাফিজুর রহমান, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পুঠিয়া রাজবাড়ির এসিস্ট্যান্ট কাস্টোডিয়ান হাফিজুর রহমান বলেন, বিষ্ণুমূতিটির দৈর্ঘ্য ২৬ দশমিক ৫ ইঞ্চি এবং প্রস্থ ১২ দশমিক ৫ ইঞ্চি। মূতিটি বগুড়া আঞ্চলিক অফিসে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে পাবনার তাড়াশ ভবনে স্থানান্তর করে স্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, আনুমানিক দেড় হাজার বছরের পুরোনো এই বিষ্ণুমূর্তি। এটি পাল বা সেন যুগের হতে পারে। মূর্তিটি কালো পাথরের খোদাই করা এবং এতে বিষ্ণু দেবতার নিখুঁত চিত্র রয়েছে। চাটমোহরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত গবেষনায় এটি সহায়তা ভূমিকা রাখবে।
উল্লেখ্য,গত ২৫ জুলাই দুপুরে চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামে লোকমান হোসেনের পুকুরে মাছ ধরতে গিয়ে জেলেরা এটি উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চাটমোহর থানা পুলিশ বিষ্ণুমূর্তিটি তাদের হেফাজতে নেন।