চন্দনাইশে খেজুর-তাল-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ ও পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং ১ আগস্ট শুক্রবার

- আপডেট সময়ঃ ১১:৫৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। তাই এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স আগামী ১ আগস্ট শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চন্দনাইশ উপজেলাধীন হাফেজনগর দরবার শরীফ প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি খেজুর-তাল-ঔষধি গাছের চারা সড়কে রোপন ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক মিসেস ডিপ্লোমেসি চাকমা, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরাম, এইচ.এম.শামীম ও আখতার হোসেন নিজামী।