গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী গ্রেপ্তার

- আপডেট সময়ঃ ১১:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে।

আলিফ হোসেন, তানোর, রাজশাহীঃ
রাজশাহীর তানোরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ আগষ্ট শুক্রবার ১১টার দিকে উপজেলার তালন্দ নাপিতপাড়া এলাকার স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে মৃতের বাবা অনিল চন্দ্র বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা করেন। যার মামলা নম্বর: ১। মৃত ওই গৃহবধূর নাম তুলশি রাণী (৪০)। তিনি তানোর পৌরশহরের তালন্দ নাপিতপাড়া এলাকার প্রদিপ কুমারের (৫০) স্ত্রী ও দুই সন্তানের জননী। তুলশি রাণীর পরিবারের করা মামলায় স্বামী প্রদিপকে দুপুরেই গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এই মামলায় প্রদিপের দুই বোন কুমারী লক্ষী রাণী (২৮) এবং কুমারী ববি রাণীকেও (২৫) আসামি করা হয়েছে। মামলার হওয়ার পর থেকে
তাঁরা পলাতক রয়েছে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার জানায়, ২০০৬ সালে বাগমারা উপজেলার বীরকয়া গ্রামের অনিল চন্দ্রের মেয়ে তুলশি রাণীর সঙ্গে তানোর উপজেলার তালন্দ নাপিতপাড়া গ্রামের মৃত রাধার ছেলে প্রদিপ কুমারের বিয়ে হয়। বিবাহিত জীবনে তুলশি রাণী সুখী ছিল না। প্রায়ই স্বামী প্রদিপ ও তাঁর পরিবারের লোকজন মিলে তুলশি রাণীকে মারধর করতো। এরআগে, এ নিয়ে বিচার-শালিসও হয়েছে। ১ আগষ্ট, শুক্রবার সকালে পারিবারিক কলহ চলাকালে তুলশি রাণীকে স্বামী ও দুই ননদ মিলে আত্মহত্যায় প্ররোচনা দেয়। এতে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তুলশি রাণী নিজ শয়নকক্ষে তীরের সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।
এ নিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী প্রদিপকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।