১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক

সুলতান মাহমুদ,গাজীপুরঃ
  • আপডেট সময়ঃ ১০:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে।

সুলতান মাহমুদ,গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে মারুফা আক্তার প্রবাস ফেরত স্ত্রীকে ঘরের ভেতরে রেখে দরজায় তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে স্বামী। এ ঘটনার পর ঘাতক স্বামী মিজান পলাতক রয়েছেন।
রোববার গভীর রাত তিনটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাস ফেরত মারুফা আক্তার (৪০) উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। তিনি গত বছর বিদেশ থেকে দেশে এসে স্থানীয় একটি কারখানায় চাকরি নিয়েছেন।
অভিযুক্ত স্বামী মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।
মিজানুর রহমান মারুফা আক্তারের দ্বিতীয় স্বামী ও একই এলাকার ঔষধ ব্যবসায়ী। যদিও মারুফার নিকট আত্মীয় দুয়েকজন দাবি করেছেন ভুয়া কাবিননামার মাধ্যমে মারুফাকে ব্ল্যাকমেইল করছিলেন স্বামী মিজানুর রহমান
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানান, ‘ শনিবার রাতের খাবার শেষে সকলে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে আশপাশের মানুষ আগুন আগুন করে চিৎকার-চেঁচামেচির শব্দে ঘটনাস্থলে যাই।
গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে বোন আমার আগুনে পুড়ে অঙ্গার।
স্থানীয় আমজাদ হোসেন নামের একজন বলেন, রোববার মধ্যরাতে হঠাৎ মারুফার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর আশপাশের বাসিন্দারা এগিয়ে গিয়ে মারুফার ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখেন।
ওরে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মারুফার আংশিক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন তারা। এ সময় মারুফার সাথে থাকা তার স্বামী সেখানে ছিলেন না। এমনকি ঘটনার পর থেকে তার হদিস নেই।’
মারুফার মেয়ে নাজমা বলেন, তার মা বিদেশে থাকতেন। সে সময় তার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। বিদেশ থেকে এসে তার মা বাবার বাড়িতে থাকছিলেন।
এরপর মিজানুর রহমান ভুয়া কাবিন তৈরি করে মারুফাকে ব্ল্যাকমেইল করে স্ত্রী হিসেবে দাবী করছিলেন। নাজমা বলেন, এই ঘটনায় মিজানুর রহমানের সংশ্লিষ্টতা আছে বলে আমাদের ধারণা। তিনি ঘটনার পর থেকে পালিয়ে আছেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ প্রাথমিকভাবে আমাদের ধারণা ঘরের ভিতরে স্ত্রীর শরীরে আগুন দিয়ে ও মাথায় আঘাত করে মারুফার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এর পর বাইরের দিক থেকে তালা লাগিয়ে অভিযুক্ত মিজানুর রহমান পালিয়ে গেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলমান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

গাজীপুরে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক

আপডেট সময়ঃ ১০:১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

সুলতান মাহমুদ,গাজীপুরঃ

গাজীপুরের শ্রীপুরে মারুফা আক্তার প্রবাস ফেরত স্ত্রীকে ঘরের ভেতরে রেখে দরজায় তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে স্বামী। এ ঘটনার পর ঘাতক স্বামী মিজান পলাতক রয়েছেন।
রোববার গভীর রাত তিনটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাস ফেরত মারুফা আক্তার (৪০) উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী। তিনি গত বছর বিদেশ থেকে দেশে এসে স্থানীয় একটি কারখানায় চাকরি নিয়েছেন।
অভিযুক্ত স্বামী মো. মিজানুর রহমান (৪৫) একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।
মিজানুর রহমান মারুফা আক্তারের দ্বিতীয় স্বামী ও একই এলাকার ঔষধ ব্যবসায়ী। যদিও মারুফার নিকট আত্মীয় দুয়েকজন দাবি করেছেন ভুয়া কাবিননামার মাধ্যমে মারুফাকে ব্ল্যাকমেইল করছিলেন স্বামী মিজানুর রহমান
স্থানীয়দের বরাত দিয়ে নিহতের স্বজনরা জানান, ‘ শনিবার রাতের খাবার শেষে সকলে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে আশপাশের মানুষ আগুন আগুন করে চিৎকার-চেঁচামেচির শব্দে ঘটনাস্থলে যাই।
গিয়ে দেখি বাসার মূল ফটক তালাবদ্ধ। স্থানীয়রা মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায় দুটি ঘরের দরজা তালাবদ্ধ। এরপর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে বোন আমার আগুনে পুড়ে অঙ্গার।
স্থানীয় আমজাদ হোসেন নামের একজন বলেন, রোববার মধ্যরাতে হঠাৎ মারুফার ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর আশপাশের বাসিন্দারা এগিয়ে গিয়ে মারুফার ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখেন।
ওরে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মারুফার আংশিক পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন তারা। এ সময় মারুফার সাথে থাকা তার স্বামী সেখানে ছিলেন না। এমনকি ঘটনার পর থেকে তার হদিস নেই।’
মারুফার মেয়ে নাজমা বলেন, তার মা বিদেশে থাকতেন। সে সময় তার বাবার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। বিদেশ থেকে এসে তার মা বাবার বাড়িতে থাকছিলেন।
এরপর মিজানুর রহমান ভুয়া কাবিন তৈরি করে মারুফাকে ব্ল্যাকমেইল করে স্ত্রী হিসেবে দাবী করছিলেন। নাজমা বলেন, এই ঘটনায় মিজানুর রহমানের সংশ্লিষ্টতা আছে বলে আমাদের ধারণা। তিনি ঘটনার পর থেকে পালিয়ে আছেন।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘ প্রাথমিকভাবে আমাদের ধারণা ঘরের ভিতরে স্ত্রীর শরীরে আগুন দিয়ে ও মাথায় আঘাত করে মারুফার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এর পর বাইরের দিক থেকে তালা লাগিয়ে অভিযুক্ত মিজানুর রহমান পালিয়ে গেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান চলমান।