কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি মাইওয়ান মোড় থেকে বুধবার সকাল ১০ টায় ইয়াকুব হোসেন (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডাইনকিনি মাইওয়ান মোড় এলাকায় আনোয়ার হোসেনের তিন তলা বিল্ডিং বাড়িতে ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। তিনি হলেন পারকুল গ্রামের উল্লাপাড়া থানার সিরাজগঞ্জের জেলার বাবুল আকন্দর ছেলে ইয়াকুব হোসেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে তার কক্ষ থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হয়ে চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি কালিয়াকৈর থানায় খবর দেন। কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ড্রিল মেশিন দিয়ে কেটে রুমের ভেতর থেকে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় ইয়াকুব হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ইয়াকুব হোসেন ২ থেকে ৩ দিন আগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা ও মার্কেটিং বিভাগঃ 01332-844582 | ই-মেইলঃ admin@dainikpotherdisha.com
প্রধান কার্যালয়ঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, দ্বিতীয় তলা, দুর্গাপুর, রাজশাহী।
কর্পোরেট অফিসঃ ডি-৯, আল-আমিন আপন হাইট্স, প্লট নং-২৭/১/বি, রোড নং-৩, শ্যামলী, ঢাকা।
© 2025 dainikpotherdisha All Rights Reserved | Developed Success Life IT